গণমাধ্যমকে ভিসা নীতির আওতায় আনায় বিএফইউজে’র উদ্বেগ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:২৪
বাংলাদেশের গণমাধ্যম ভিসা নীতির আওতায় আসতে পারে- ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের এমন মন্তব্যে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। এ বিষয়ে বিস্তারিত জানতে বিএফইউজে’র পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ই-মেইল পাঠানো হয়েছিল। সোমবার বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে দেশের পেশাদার সাংবাদিকরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদার সাংবাদিকদের পাশে আপোসহীনভাবে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমে ভিসা নীতি প্রয়োগের কথা বলার পর থেকে দেশে ও বিদেশে বসে স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যমের নামে অপপ্রচার চালানো হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এদের প্রতিহত করার ও ব্যবস্থা নেওয়ারও আহবান জানিয়েছে সংগঠনটি।
- বিষয় :
- গণমাধ্যম
- ভিসা নীতি
- যুক্তরাষ্ট্র
- পিটার হাস
- বিএফইউজে