মগবাজারে আবাসিক হোটেলে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১১:৩৮ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১১:৩৮
রাজধানীর মগাবজারের আবাসিক হোটেল নাসিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেল রয়্যাল ইন্টারন্যশনাল নামে একটি আবাসিক হোটেল থেকে রোববার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটি হোটেল কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিল। পুলিশের ধারণা, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।
পুলিশ জানিয়েছে, নাসিমের গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে। তিনি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নাসিম গ্রামের বাড়িতেই থাকতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি শুক্রবার বাড়ি থেকে এসে ওই হোটেলের ১২৪ নম্বর কক্ষে ওঠেন। শনিবার বিকেল থেকে হোটেল কর্তৃপক্ষ তার কোনো সাড়াশব্দ পাচ্ছিল না। এমনকি রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মিলছিল না। এরপর পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
রমনা থানার এসআই নজরুল ইসলাম জানান, দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রমনা থানার ওসি আবুল হাসান বলেন, নাসিমের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি কাউকে কিছু না বলেই বাড়ি থেকে ঢাকায় চলে আসেন। তিনি কোনো কারণে হতাশাগ্রস্ত ছিলেন।