ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা

হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা

আসাদুজ্জামান নূর- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৭:২৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৮:২০

সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা হয়েছে। আজ শনিবার দুপুরে নূরকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে গেলে সেখানে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে কারাগারে রয়েছেন তিনি। 

২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের এমপি ছিলেন নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে  ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

whatsapp follow image

আরও পড়ুন

×