ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বুড়িগঙ্গায় নৌ পুলিশের আনন্দ র‌্যালি

বুড়িগঙ্গায় নৌ পুলিশের আনন্দ র‌্যালি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১ | ১১:০৬

ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়া উপলক্ষে বুড়িগঙ্গায় আনন্দ র‌্যালি করেছে নৌ পুলিশ। 

রোববার বিকেলে রাজধানীর শ্যামপুর টার্মিনাল থেকে সুসজ্জিত নৌ বহর নিয়ে এ আনন্দ র‌্যালি শুরু হয়।

এর আগে শ্যামপুর টার্মিনালে নৌ পুলিশের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নৌ পুলিশ সদস্যরা অংশ নেন। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর আলোচনা করেন বক্তারা।

কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন নৌ পুলিশের প্রধান ডিআইজি আতিকুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে প্রেরণা গ্রহণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে নৌ পুলিশের কার্যক্রম চালাতে হবে।

আরও পড়ুন

×