ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

তৈরি পোশাক খাতে সেরা করদাতা হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস

তৈরি পোশাক খাতে সেরা করদাতা হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৪:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৪:১৭

‘তৈরি পোশাক’ শ্রেণিতে চতুর্থ সেরা করদাতা নির্বাচিত হয়েছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। ২০২১-২২ অর্থবছরের (২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে এ বছরের সেরা চতুর্থ করদাতা নির্বাচিত করেছে এনবিআর। 

রিফাত গার্মেন্টস ছাড়াও এ বছর ক্যাটাগরিটিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছে স্কয়ার ফ্যাশন্স, ইউনিভার্সেল জিন্স, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস, ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক জিন্স ও স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড। 

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর।

২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্স কার্ড দেবে এনবিআর। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য খাত।

whatsapp follow image

আরও পড়ুন

×