ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

অথেনটিক বিউটি প্রোডাক্ট নিয়ে শুরু হলো দারাজের ‘গ্ল্যাম ফেস্ট’

অথেনটিক বিউটি প্রোডাক্ট নিয়ে শুরু হলো দারাজের ‘গ্ল্যাম ফেস্ট’

Advertisement
Advertisement

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১২:৪৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১২:৪৭

অনুমোদিত এবং অথেন্টিক বিউটি প্রোডাক্ট নিয়ে শুরু হলো ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের ক্যাম্পেইন ‘গ্ল্যাম ফেস্ট’। ৯ থেক ১৫ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এর মূল প্রতিপাদ্য ‘শতভাগ অথেন্টিক নাহলে দ্বিগুণ মূল্য ফেরত’। গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিউটি প্রোডাক্ট আসল না নকল এটি নিয়ে সবাই খুব উদ্বিগ্ন থাকেন। অথেন্টিক পণ্যের সত্যতা নিশ্চিত করতে দারাজ প্রতিনিয়ত প্ল্যাটফর্ম ক্লিনাপ পরিচালিত করে। এর মাধ্যমে ক্রেতারা নির্দ্বিধায় তাদের পছন্দের স্কিনকেয়ার, মেকআপ, চুলের যত্নে দেশি এবং বিদেশি ব্র্যান্ডের শতভাগ অথেন্টিক পণ্য কিনতে পারবেন।

গ্ল্যাম ফেস্ট ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য রয়েছে ৫০০ শতাধিক ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিল, নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারি, ১৪ দিনের ইজি রিটার্ন পলিসি, ফ্রি গিফট এবং নির্ধারিত পণ্যে একটি কিনলে একটি ফ্রি অফার। ক্যাম্পেইন চলাকালিন দারাজ বিউটি প্ল্যাটফর্মে নকল পণ্য চিহ্নিত করতে পারলে ক্রেতা পাবেন দ্বিগুণ মূল্য ফেরত।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার, তালাত রহিম বলেন, ‘অথেনটিক পণ্যের গুরুত্ব অপরিসীম। গ্ল্যাম ফেস্টের মাধ্যমে আমরা গ্রাহকদের এমন একটি কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই যা একইসঙ্গে আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য। সেখানে তারা পণ্যের মানের বিষয়ে কোনো ধরনের উদ্বেগ ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে বিউটি প্রোডাক্ট কিনতে পারবেন।’

আরও পড়ুন