আহত হয়ে হাসপাতালে, কথা বলার অবস্থায় নেই শ্রীলেখা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২২ | ০৭:০২ | আপডেট: ০১ জুলাই ২০২২ | ০৭:১০
টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শুক্রবার তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস এ বিষয়ে খবর প্রকাশ করেছে। সেখানে অভিনেত্রী বলেন—‘কথা বলার মতো অবস্থায় নেই। এখনি অপারেশন থিয়েটারে ঢুকছি।’
কোথায়, কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলেখা তা জানা যায়নি। তবে এ অভিনেত্রী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন শ্রীলেখা, তার বাঁ পাশের চোখের ওপরে ব্যান্ডেজ। ক্যাপশনে লিখেছেন—‘শুটিং ফ্লোর থেকে নয়, হাসপাতালের ফ্লোর থেকে। অ্যাপোলো হাসপাতালের কর্মীদের ভালোবাসায় মুগ্ধ।’
- বিষয় :
- শ্রীলেখা
- হাসপাতালে
- কলকাতার অভিনেত্রী