'ভূতের ভয়ে' ঘুমাতে পারছেন না নায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২২ | ২৩:০১ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ০০:০৪
ঢাকাই ছবির অন্যতম চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।
শনিবার নিজের ফেসবুক পোস্টে মাহি জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরেই ভয়ে আছেন তিনি। তার দাবি, নিজের বাসায় ভূত দেখেন তিনি। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা।
শনিবার দুপুরে এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’
নায়িকার সেই পোস্টে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর নির্মাতা লেখেন, ‘কোনো ভূত নাই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ প্রতিউত্তরে মাহি লেখেন, ‘আছে, আমি দেখেছি।’
প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো শুধু তারা দুজনে। সব মিলিয়ে মাহি-রাকিবের দাম্পত্য জীবন দারুণ জমে উঠেছে বলে মনে করছেন নেটিজেনরা।
- বিষয় :
- চিত্রনায়িকা
- মাহিয়া মাহি
- মাহি
- ভূত
- ভূতের ভয়