ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

আমি সবার, তোমরাও সবার হয়ে ওঠো: জয়া আহসান

আমি সবার, তোমরাও সবার হয়ে ওঠো: জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ | ১০:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ | ১০:১১

ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের শোবিজ তারকারা ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেত্রী জয়া আহসানও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন, পোস্ট করেছেন ঈদের সাজের ছবি। 

জয়া আহসান বলেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এরপর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এলো। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার।' 

তিনি আরও বলেন, ‘এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো।’

অভিনেত্রী জয়া তার পোস্টে বলেন, ‘এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহুদিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি।’

 সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক!’

whatsapp follow image

আরও পড়ুন

×