সিনেমা মুক্তির ১৩ দিন পর গান, ইউটিউবে ট্রেন্ডিংয়ে

জাহিদ আকবর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১০:৪৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১৩:৩০
গীতিকবি জাহিদ আকবর। গত রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘লিডার :আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছবিতে গান লিখেছেন তিনি। ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার জন্য ‘গভীরে’ শিরোনামে আরও একটি গান লিখেছেন এই গীতিকবি।
গত ১২ জুলাই সেই গানটি মুক্তি পেয়েছে। ‘গভীরে’ শিরোনামের গানটি প্রকাশ করছে ‘প্রিয়তমা’ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। গানটিতে সাজিদ সরকারের সুরে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল ও প্রিয়াংকা গোপ।
জাহিদ আকবর জানান, সিনেমাটির গল্পে শাকিব খানের ৮০ বছরের লুকের ডামি ছবি দেখে গানটা লিখতে বেশি উৎসাহী হয়েছিলাম। গানটা শুনে শ্রোতারা বলতে পারবেন কেমন হয়েছে। এবারের ঈদে ‘প্রিয়তমা’।
তিনি বলেন, ‘সিনেমায় শাকিব খানের লুক নিয়ে যতোটা আলোচনা হয়েছে, বাংলা সিনেমার ইতিহাসে এমন আগে হয়নি। সেই কারণে সিনেমাটার অংশ হতে পারা অনেক আনন্দের। প্রিয় শ্রোতা ও শাকিবিয়ানদের জন্য এটাই আমার ঈদের উপহার।’
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও রয়েছে, কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন ও সহীদ নবীসহ অনেকে।
- বিষয় :
- প্রিয়তমা
- জাহিদ আকবর
- শাকিব খান
- ঢালিউড
- ইধিকা পাল