- বিনোদন
- অ্যাকশন ছবিতে এবার বরুণ
অ্যাকশন ছবিতে এবার বরুণ

ফাইল ছবি
প্রযোজক সাজিদ নাদিওয়ালার সঙ্গে আবার হাত মেলালেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। শোনা যাচ্ছে, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনস প্রযোজিত একটি অ্যাকশন ড্রামায় দেখা যাবে বরুণ ধওয়নকে। ছবির নাম ‘সনকী’।
পিঙ্কভিলা জানায়, অ্যাকশনে ভরপুর পুরোদস্তুর কমার্শিয়াল এই ছবির জন্য চেহারায় বিরাট পরিবর্তন আনতে হবে বরুণকে। এজন্য শুটিং শুরুর আগে টানা দু’মাস খাটতে হবে অভিনেতাকে। সামনে দম ফেলার সুযোগ মিলবে না বরুণের। রাজ মেহতার পরবর্তী ছবি, ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেক-সহ একাধিক ছবি ঝুলিতে রয়েছে বরুণের।
‘সনকী’র কাজ শুরু হতে পারে আগামী বছর। ছবির পরিচালক কে হবেন এবং নায়িকাই বা কে, তা-ও চূড়ান্ত হয়নি। আপাতত ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে।
মন্তব্য করুন