চঞ্চলের রংতুলিতে সৃজিত

চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৪ | ১৮:০৮ | আপডেট: ১০ মে ২০২৪ | ১৮:১১
চঞ্চল চৌধুরী। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। এজন্যই হয়তো রংতুলির সঙ্গে তার সম্পর্কটাও নিবিড়। নিজের আঁকা ছবি মাঝেমধ্যেই প্রকাশ করেন এই অভিনেতা। এবার তার রং-তুলিতে উঠে এলেন কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।
একটুকরো কাগজে কালো কালির কলমের আঁচড়ে চঞ্চল চৌধুরী ফুটিয়ে তুলেছেন সৃজিত মুখার্জিকে। বৃহস্পতিবার কলকাতায় বসে চঞ্চল চৌধুরীর হাতে আঁকা ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সৃজিত।
ছবিটি শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘অনেক ধন্যবাদ চঞ্চল ভাই।’ পাল্টা উত্তর দিয়ে সৃজিতকে ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন চঞ্চল।
কলকাতার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ প্রয়াত পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমা গতবছর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে। সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে চঞ্চল বলেছিলেন, ‘মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা একটা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা এবং সেই সঙ্গে যোগ্যতা, আছে কিনা সেটা বলার আগে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবুও দুঃসাহস নিয়ে, কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা। তার উপর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করা। তার যত কাজ দেখেছি। তা দেখে সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল।’
- বিষয় :
- সৃজিত মুখার্জি
- চঞ্চল চৌধুরী