‘একজন জাত শিল্পীর প্লেব্যাকে ৬০ বছর পূর্তি একটি বড় বিষয়’

রুনা লায়লা ও ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ
প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১৪:০৮
উপমহাদেশের একজন অসাধারণ কণ্ঠশিল্পী রুনা লায়লা। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে তুলে ধরেছেন তিনি। তাঁর কোনো তুলনা নেই। একজন কণ্ঠশিল্পীর যে যোগ্যতা থাকা দরকার, সব তাঁর মধ্যে আছে। এই গুণী শিল্পীর সঙ্গে প্রথম দেখা হয়েছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একটি অনুষ্ঠানে।
ওই অনুষ্ঠানে আমি ছিলাম দর্শক। তখন গানের জগতে আমি একেবারে নতুন। তাঁর সঙ্গে একটি সিনেমার গান গাওয়ার সুযোগ হয়েছে। সিনেমার নামটি মনে নেই। গানটি এটিএম শামসুজ্জামানের লিপে ছিল। অসংখ্য কালজয়ী গানের শিল্পী রুনা লায়লা। তাঁর অনেক গান আমার পছন্দের। আমার গাওয়া লাকী আখন্দের সুরে ‘সব আগুন যায় নেভানো’ তাঁর পছন্দের। নিজের মুখেই তিনি আমাকে বলেছিলেন।
২৫ বছর আগের কথাটি আজও ভুলিনি। তাঁর গায়কিও যেমন অসাধারণ, মানুষ হিসেবেও অমায়িক। তাঁর সম্পর্কে যদি নতুন কোনো শিল্পী স্টাডি করে, তার জ্ঞানের পরিধি বাড়বে। একজন জাত শিল্পীর প্লেব্যাকে ৬০ বছর পূর্তি একটি বড় বিষয়। তাঁর মঙ্গল কামনা করছি।
- বিষয় :
- রুনা লায়লা
- ফেরদৌস ওয়াহিদ