ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মমতার ভাবনায় থিম সং, উৎসবে থাকছে ২৯ দেশের সিনেমা

মমতার ভাবনায় থিম সং, উৎসবে থাকছে ২৯ দেশের সিনেমা

রবীন্দ্র সদনে সংবাদ সম্মেলন। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৪:০৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৭:৫৪

পশ্চিমপঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার থিম সং, ২৯ দেশের ১৭৫ সিনেমা, জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর। ৪ ডিসেম্বর থেকে শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। শুক্রবার রবীন্দ্র সদনে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি এই পরিচালকের জন্মশতবর্ষ-ও পালিত হচ্ছে এবারের উৎসবে। ধনধান্যে বিকেল সাড়ে ৫টায় ছবিটি দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় থিম সং গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।

মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, কিফ সেক্রেটারি শান্তনু বসু, অভিনেতা অর্জুন চক্রবর্তী প্রমুখ।

অরূপ বিশ্বাস বলেন, এবারের উৎসবে ১২৭টি ফিচার ফিল্ম এবং ৪৮টি শর্ট ফিল্ম দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সিনে উৎসব গুনে ও মানে ক্রমশ কেমন আরও উন্নত হচ্ছে তা তুলে ধরেন ইন্দ্রনীল সেন।

এবারের চলচ্চিত্র উৎসবে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ ছাড়াও ছবি দেখানো হবে নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কয়্যার পিভিআর, গ্লোব সিনেমায়। ফেস্টিভ্যালের প্রতিটি দিন নন্দন চত্বরের একতা মঞ্চে বসবে বিশেষ সিনে আড্ডা। সূত্র: সংবাদ প্রতিদিন।

whatsapp follow image

আরও পড়ুন

×