ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

এবার কলকাতা উৎসবে নেই বাংলাদেশি সিনেমা

এবার কলকাতা উৎসবে নেই বাংলাদেশি সিনেমা

রবীন্দ্র সদনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৭:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৮:০৬

জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর। ৪ ডিসেম্বর থেকে শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। গেল কয়েক বছর ধরে নিয়মিত অংশ নিয়েছে বাংলাদেশ। তবে এবার থাকছে না কোনো বাংলাদেশের সিনেমা। শুধু সিনেমাই নয়, উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানালিস্টের তালিকাতেও নেই বাংলাদেশের কোনো অতিথি। আয়োজকদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

এবারের উৎসবে ২৯টি দেশের ১৭৫ টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। মূলত রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে এই নির্মাতা বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।’

এর আগে, ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এ ছাড়া ২৬তম আসরে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। সর্বশেষ গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়েছিল।

উৎসব উপলক্ষে ইতিমধ্যে সেজে উঠেছে কলকাতার নন্দন চত্বর। সেজে উঠেছে কলকাতার বিভিন্ন স্থান। এবার এ উৎসবের প্রতিপাদ্য মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। শুক্রবার (২৯ নভেম্বর) নন্দনের শিশির মঞ্চে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসব পা রাখতে চলেছে ৩০ বছরে। যে কারণে অন্যবারের তুলনায় আরও জাঁকজমক আয়োজন করা হয়েছে। সিনেমা প্রদর্শনেও থাকছে অভিনবত্ব। এবারের উৎসবের থিম সং-এর তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। গানটির কথা লিখেছেন নচিকেতা চক্রবর্তী।

whatsapp follow image

আরও পড়ুন

×