মা-বাবার বিচ্ছেদের পর বদলে যায় শাহিদ কাপুরের জীবন
শাহিদ কাপুর। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৪:১০ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৪:১৫
বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন শাহিদ কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে অভিনেতা হিসেবে সাফল্য পাওয়ার আগে একেবারে অন্যরকম ছিল জীবন। মেধা, ইচ্ছে শক্তি ও কঠোর পরিশ্রম তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
শাহিদের বয়স যখন তিন বছর, তখন তার বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর শাহিদ তার মায়ের সঙ্গে থাকতেন। ১০ বছর বয়সে শাহিদ মায়ের সঙ্গে মুম্বাই চলে যান। ছোটবেলা থেকেই বিভিন্ন চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
সম্প্রতি সাংবাদিক ফায়ে ড ‘সুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চড়াই উৎরাইয়ের গল্প বলেছেন তিনি। শাহিদ বলেন, একটা সময় দীর্ঘদিন ধরে মা নীলিমা আজমের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। বাবা পঙ্কজ কাপুর বলিউডে সুপরিচিত নাম হলেও তার থেকে সাহায্য চাইতে শাহিদের বেশ অস্বস্তি বোধ হতো।
যদিও বাবার সাথে ভালো সম্পর্ক ছিল শাহিদের। কিন্তু সাহায্য না নেওয়ার মানসিকতা থেকেই সেটা আর হয়নি। শাহিদের কথায়, আমার বয়স যখন ১৪ তখন ঈশানের জন্ম হয়েছিল। ওর খেয়াল রাখতে বাধ্য হয়ে মাকে কাজ ছাড়তে হয়। আমরা দীর্ঘদিন ভাড়া বাড়িতেও থেকেছি। বাবার কাছে সাহায্য নেওয়ার মানসিকতা না থাকলেও তার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল আমার।
নীলিমা আজিমের ছেলে হওয়া সত্ত্বেও বেশ সাধারণ জীবনযাপন করতেন শাহিদ কাপুর। তবে এখনও আগের মধ্যবিত্ত জীবনকে অনুষঙ্গ হিসেবে দেখেন এই অভিনেতা। সূত্র: এই সময়।
- বিষয় :
- শাহিদ কাপুর
- বলিউড