ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

বছরের শুরুতেই বিয়ে করলেন আরমান মালিক

বছরের শুরুতেই বিয়ে করলেন আরমান মালিক

আরমান মালিক ও তার স্ত্রী আশনা শ্রফ। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৬:৩২ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৬:৩৪

নতুন বছরের শুরুতে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন জনপ্রিয় বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন ২৯ বছর বয়সী গায়ক।

সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই জানিয়েছেন সুখবর। নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে আরমান লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)’।

২০২৩-এর অগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগ্‌দানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারা বজায় থাকল। দিনের আলোয় পালিত হলো বিবাহ অনুষ্ঠান।

ছবিতেই দেখা গেছে, এক চিলতে রোদের আলো ও ফুলের পাঁপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা।

সাবেকী সাজে বর-কণে সেজেছিলেন আরমান-আশনা। গায়কের পরনে ছিল পিচ রঙের শেরওয়ানি এবং আশনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও মানানসই পান্নাখচিত গয়না। বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠজনেরা।

আরও পড়ুন

×