কী হয়েছিল সৃজিতের, জানালেন চিকিৎসক

সৃজিত মুখার্জি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ | ২০:৫৪
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার রাত ১২ টার দিকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন। এ সময় তাড়াহুড়া করে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির রাতেই বেশকিছু পরীক্ষা করানো হয় সৃজিতের।
চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকেরা আস্বস্ত করেছেন, এখন ভালো আছেন সৃজিত। পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মাত্রার মধ্যেই রয়েছে। সম্ভবত, ‘প্যানিক অ্যাটাক’-এর কারণের আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখনও পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। তবে ঠিক কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে, তা এখনও জানা যায়নি।
পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর অভিনয় ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। ছবিটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে।
বর্তমানে সৃজিতের কাঁধে একাধিক ছবি ও সিরিজ তৈরির দায়িত্ব। শুক্রবারই তিনি জানিয়েছেন, তার পরবর্তী ছবি রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’।
২০২০ সালে ছবির কথা যৌথভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। নানা কারণে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এ বছর। এতে নামভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে থাকবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
- বিষয় :
- সৃজিত মুখার্জি
- টালিউড
- পরিচালক