ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ হোক: অভিনয়শিল্পী সংঘ

শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ হোক: অভিনয়শিল্পী সংঘ

ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ২০:০১ | আপডেট: ১৯ মে ২০২৫ | ২০:২৪

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ফারিয়াকে গ্রেপ্তার করা নিয়ে আলোচনা-সামালোচনার মধ্যে বিবৃতি দিয়েছে বাংলাদেশের টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।

আজ সোমবার বিকেলে এক বিবৃতিতে অভিনয়শিল্পী সংঘ লিখেছে, ‘সমাজ তথা রাষ্ট্রের সেবা ও স্বার্থ সংরক্ষণে অভিনয়শিল্পীরা সর্বদা সোচ্চার ও সচেতন। শুধু তা–ই নয়, যেকোনো মানবিক প্রয়োজনেও অভিনয়শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং, এই শিল্পীদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ করাও সমাজ তথা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিনয়শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেপ্তার, মামলা ও হামলায় তৈরি হয় নানা উদ্বেগ এবং উৎকণ্ঠা। যা শিল্পী ও তাঁর পরিবারের স্বাভাবিক জীবনাচারকে বিঘ্নিত ও অসহায় করে। পাশাপাশি সামাজিক জীবনেও তৈরি হয় নানা বিশৃঙ্খলা। তাই শিল্পীসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সংঘবদ্ধ চলমান অপচেষ্টা বন্ধ হোক। এ ব্যাপারে আমরা সরকারের কাছে ন্যায়সংগত ও বৈষম্যহীন কর্মপন্থা প্রত্যাশা করি। আমরা সর্বদা ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল।’

ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয়শিল্পীরাও। ফারিয়াকে আদালতে নেওয়ার একটি ছবি পোস্ট করেছেন নওশাবা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। কেনো? কেনো রাষ্ট্র? কি দোষে একজন শিল্পী আজ এইভাবে? জনগণ জানতে চায়। জানার অধিকার আমাদের আছে! আমরা বারবার কি উদাহরণ সৃষ্টি করছি?’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘কী এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটার কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য।’

নির্মাতা আশফাক লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনোরকম প্রহসন চাইনি, এখনও চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।’

আরও পড়ুন

×