পোস্টার প্রকাশ করে ‘টগর’ মুক্তির তারিখ জানালেন নির্মাতা

আদর আজাদ ও পূজা চেরি। ছবি: নির্মাতার সৌজন্যে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫ | ১৯:৫৭ | আপডেট: ২০ মে ২০২৫ | ২০:০৬
একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছেন ছেলেটি। চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি নিয়ে তার পেছনে একটি মেয়ে। দুজনের পেছনে জ্বলছে আগুনের ফুলকি। এভাবে ‘টগর’ সিনেমার প্রথম পোস্টারে নায়ক আদর আজাদ ও নায়িকা পূজা চেরিকে হাজির করলেন নির্মাতা অলোক হাসান।
পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী ঈদুল আজহায় সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। দেখা হচ্ছে সবার সঙ্গে।
আলোক হাসান বলেন, “টগর’ শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভিতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা-সব কিছু একসঙ্গে খুঁজে পাবেন।”
রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে আদর আজাদ বলেন, “এর আগে অনেক সিনেমায় অভিনয় করেছি। তবে ‘টগর’ আমার কাছে ভিন্ন। কারণ, ক্যারিয়ারের এখন পর্যন্ত এমন চরিত্র আমি পাইনি। এখানে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।”
পূজা চেরি বলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে। এছাড়া ঈদের নিজের সিনেমা মুক্তি পেলে আলাদা একটা অনুভূতি কাজ করে। আশাকরি ‘টগর’ নিয়ে দর্শদের সঙ্গে এবারের ঈদটা জমজমাট হবে।”
আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন মাহবুব, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।
চলচ্চিত্রটি পরিবেশনা এআর মুভি নেটওয়ার্ক। প্রকল্প পার্টনার হিসেবে রয়েছে টাইগার মিডিয়া, প্রিয় হলিডেজ, ইজি ফ্যাশন, স্ট্রীমো ডিজিটাল, এলএমজিবিডি এবং বিডি ফিল্মবাজ।