ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

মাহিকে নিয়ে আসছেন শাকিব, ছাড়পত্র পায়নি বাপ্পি-অপু

মাহিকে নিয়ে আসছেন শাকিব, ছাড়পত্র পায়নি বাপ্পি-অপু

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৪:২১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৫:১৬

বিজয় দিবস উপলক্ষে বুধবার মুক্তি পাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ছবি 'নবাব এলএলবি' ছবিটি। অনন্য মামুন পরিচালিত এই ছবিটিতে শাকিব খানের সঙ্গে আছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া। ছবিটি হলে নয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। পরিচালক অনন্য মামুন জানান, রাত ৮টায় ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হবে ছবিটি। 

অন্যদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুীরী অভিনীত 'প্রিয় কমলা' ছবিটিও ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়াার কথা।  নির্মাতা ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত  এই ছবিটিও কোনো হলে মুক্তি পাচ্ছেনা বলেই জানিয়েছেন তিনি। ছবিটি চ্যানেলে আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানান জয়। ছবিটিতে বাপ্পির নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস। 

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত  বুধবার  'প্রিয় কমলা' মুক্তি পাচ্ছেনা বলেই জানা গেছে। কারণ ছবিটি সেন্সর বোর্ডে আটকে দেয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার  জানান, ‘সিনেমাটি সেন্সর না দিয়ে বেশ কিছু জায়গায় সংশোধনী দেয়া হয়েছে।'

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জয়ও। সেন্সর পাওয়ার পর ছবিটির পরবর্তী মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে বলে জানান তিনি।

এদিকে ‌'নবাব এলএলবি' ছবিটি দেখার জন্য ইতোমধ্যে শত শত দর্শক ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে টিকেট কিনে বসে আছেন বলে জানান পরিচালক মামুন। কাল থেকেই দর্শকরা দেখতে পাবেন ছবিটি। 

অন্যদিকে  আর বাপ্পির জন্য দর্শকরা অপেক্ষা করছেন প্রচলিত ধারার বাইরে নতুন ধরনের গল্পের ছবিতে  কতটা নিজেকে তোলে ধরতে পারেন তা দেখার।   কারণ বাপ্পি এ ছবিতে একজন মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন। ছবিটির দাড়িওয়ালা বৃদ্ধ বাপ্পির কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে  পোস্ট করার পর তা ভাইরাল হয়ে পড়ে। সে সময থেকেই বাপ্পি ভক্তদের আগ্রহ জন্মে ছবিটি দেখারর প্রতি। বুধবার বাপ্পি ভক্তদের আশাহত হতে হচ্ছে।এ দিন মুক্তি পাচ্ছে না 'প্রিয় কমলা'।

আরও পড়ুন

×