অযোধ্যায় পুরস্কৃত বাংলাদেশের 'গণ্ডি'

'গণ্ডি' ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২১ | ০৭:২৫ | আপডেট: ২৩ মে ২০২১ | ০৮:১২
ভারতের 'অযোধ্যা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেষ্টিভ্যাল'-এ দুটি পুরষ্কার অর্জন করেছে ফাখরুল আরেফীন পরিচালিত ছবি 'গণ্ডি'। ছবিটিতে অভিনয় দক্ষতার জন্য সব্যসাচী চক্রবর্তীকে 'বেষ্ট অ্যাক্টর' এবং 'গণ্ডি' চলচ্চিত্রকে 'বেষ্টএক্সপেরিমেন্টাল ফিল্ম' পুরস্কারে ভূষিত করা হয়েছে।
'গণ্ডি'র নির্মাতা এই অর্জন করোনায় সম্মুখ যোদ্ধাদের উৎসর্গ করেছেন। গণ্ডি' ইতোমধ্যেই দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে নানা চলচ্চিত্র উৎসবে সাফল্যের স্বাক্ষর রেখেছে। 'রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' এবং 'ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব' এ ছবিটি পুরস্কৃত হয়েছে।
ছবিটিতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ, মাজনুন মীজান, শিশুশিল্পী ঋদ্ধিসহ অনেকে। ছবির চিত্রগ্রাহক রানা দাসগুপ্ত এবং সঙ্গীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।
'ভূবনমাঝি' এবং 'গণ্ডি'র পর নির্মাতা ফাকরুল আরেফীর খান ইতোমধ্যে তার তৃতীয় চলচ্চিত্র 'জেকে ১৯৭১' নির্মাণের ঘোষণা দিয়েছেন। চলচ্চিত্রটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ফ্রান্সের নাগরিক জ্যাঁ কু'র বিমান ছিনতাই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে।