ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বিচ্ছেদের খবর দিয়ে যা করে বেড়াচ্ছেন মাহিয়া মাহি

বিচ্ছেদের খবর দিয়ে যা করে বেড়াচ্ছেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২১ | ০২:২৯ | আপডেট: ৩০ মে ২০২১ | ০৬:৪১

বিয়ের পাঁচ বছরের মাথায় বিচ্ছেদের খবর দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিয়ে বিচ্ছেদের খবর সাম্প্রতিক সময়ে জানানো হলেও মাহি দাবি করেছেন, দুই বছর আগে থেকে স্বামী অপু ও তিনি আলাদা থাকছেন। বিচ্ছেদ তখন থেকেই।

বিচ্ছেদের খবর জানিয়ে মাহিয়া মাহি গেছেন চাঁপাইনবাবগঞ্জে দাদার বাড়িতে। সেখানে ফুফাতো বোনসহ কাজিনদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি মাহিয়া মাহি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘কোনো কাজ নাই ভাই, যাকে পাই তাই ধরে ধরে মেকআপ করে যাই।’ ভিডিওতে দেখা যায় মাহি ফুফাতো বোনকে মেকআপ করে দিচ্ছেন।

তবে মাহি দারুণ সময় কাটালেও বিচ্ছেদ নিয়ে ধোয়াশা কাটেনি ভক্তদের মাঝে। কাগজে কলমে এখনও বিচ্ছেদ হয়নি বলে দাবি করেছেন অপু।

বিচ্ছেদ নিয়ে মাহির ঘোষণা সম্পর্কে অপু বলেন ‘এখনও ডিভোর্স হয়নি। তবে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’ এদিকে মাহি বলেন ‘বিচ্ছেদ দুই বছর আগে হয়েছে।’ এরপর সর্বশেষ অপু জানান, ‘ডিভোর্স হয়েছে।’

সিলেটের ছেলে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৫ মে  বিয়েবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়। 

মাহির হাতে এই মুহূর্তে রয়েছে 'বুবুজান', 'নরসুন্দরী', 'যাও পাখি বলো তারে', 'আবির্ভাব', 'গ্যাংস্টার' ছবির কাজ 

আরও পড়ুন

×