'যন্ত্রণা' ছবিতে বাপ্পির নায়িকা জাহারা মিতু

বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২১ | ০৩:১০ | আপডেট: ১০ জুন ২০২১ | ০৫:০৯
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে শুরু হয় অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ ছবির শুটিং। নায়িকা চূড়ান্ত না করে কেবল নায়ক বাপ্পি চৌধুরীকে নিয়েই ছবিটির শুটিং শুরু করেন পরিচালক। গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ধারণের পর করোনার কারণে স্থগিত রাখা হয় শুটিং। সে সময় পরিচালক ও নায়ক উভয় জানান, অবস্থা স্বাভাবিক হলে নায়িকা চূড়ান্ত করে ছবিটির শুটিং আবার শুরু হবে।
এবার পরিচালক নিশ্চিত করলেন 'যন্ত্রণা'র নায়িকা চূড়ান্ত হয়েছে। ছবিটিতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা সুন্দরী জাহারা মিতুকে।
বৃহস্পতিবার সমকালকে যন্ত্রণার পরিচালক কবিরুল ইসলাম রানা বলেন, 'বেশ আগেই যন্ত্রণার নায়িকা হিসেবে জাহারা মিতুকে চুড়ান্ত করা হয়েছে। তাদের ফটোশুটও করা হয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে শুটিংয়ে যাবো আমরা।'
এর আগে ঢাকার অদূরে মেঘনা নদীর তীরে ছবিটির শুটিংয়ের অংশ নেন নায়ক বাপ্পি। এবার নায়িকা চূড়ান্ত করা ও ছবিটি নিয়ে তিনি বলেন, সিনেমাটির গল্প দারুণ। এর আগেও অপূর্ব-রানা ভাইদের একটি সিনেমায় কাজ করেছি। আশা করছি সিনেমাতে দর্শকরা নতুন কিছু পাবেন। এই নতুনত্বের মধ্যে প্রথম চমক হচ্ছে নতুন জুটি। ছবিটির নায়িকা হিসেবে জাাহরা মিতু চুক্তিবদ্ধ হয়েছে। ওর জন্য শুভ কামনা। আশা করি ভালো একটা ছবি উপহার দিতে পারবো আমরা।'
জাহারা মিতু এর আগে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে 'আগুন' ও পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের সঙ্গে ‘কমান্ডো’ ' ছবিতে অভিনয় করেছেন। এবার অভিনয় করতে যাচ্ছেন বাপ্পির বিপরীতে।
বিষয়টি নিশ্চিত করে সমকালকে মিতু বলেন, 'যন্ত্রণা ছবিতে অনেকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছি। অপূর্ব রানা ভাই ভালো একজন মানুষ। আর এ ছবিতে নায়ক হিসেবে আছেন বাপ্পি চৌধুরী। আশা করি তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হবে।'
এর বাইরে সাম্প্রতিক সময়ে আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে সে ছবিতে নায়ক হিসেবে মিতুর বিপরীতে কে থাকছেন সেটা এখনও অজানা তার।