ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

‘নূর’ ছবিতে আরিফিন শুভর নায়িকা ঐশী

‘নূর’ ছবিতে আরিফিন শুভর নায়িকা ঐশী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৪০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৮

চিত্রনায়ক আরিফিন শুভর নতুন প্রজেক্ট 'নূর'। ছবিটিতে নির্বাহী প্রযোজকের দায়িত্বে  থাকছেন বলে জানিয়েছেন তিনি। ছবির একটি নমুনা পোস্টার প্রকাশ করা হলেও নায়িকা কে থাকছেন তা এরআগে জানানো হয়নি। 

শাপলা মাল্টমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। এবার জানা গেলো ছবিটিতে শুভর বিপরীতে থাকছেন ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ঐশী।

এ বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ছবিটি শাপলা মিডিয়ার সিনেমা। আরিফিন শুভকে গতবছরেই এ সিনেমার জন্য চূড়ান্ত করা হয়। আর কিছুদিন আগে নায়িকা নেওয়া হয়েছে ঐশীকে।

শনিবার থেকে পাবনা সদরে ‘নূর’ সিনেমার শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার সিনেমা সময়ন্বকারী অপূর্ব রায়। তিনি জানান, ২০ দিনের মতো সেখানে শুটিং চলবে। শুক্রবার শুটিং ইউনিট সেখানে পৌঁছে। শনিবার সকালে শুটিং হয়েছে।

তিনি আরও বলেন, ‘নূর’ হচ্ছে সোশ্যাল রোম্যান্টিক সিনেমা, যেখানে শুভর নায়িকা ঐশী।

‘নূর’ আরিফিন ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় তারকাবহুল ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেন। দুই কিস্তির এ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×