ছেলের জন্ম সার্টিফিকেট নিতে পৌরসভায় যশ-নুসরাত
নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৩৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৪২
টাালিউড নায়িকা নুসরাত জাহান মা হয়েছেন সপ্তাহ খানেক হলো। সন্তানের নাম রেখেছেন ঈশান। তবে সন্তানের বাবা কে সে কথা আনুষ্ঠানিক জানাননি এখনো। ইঙ্গিতে বলেছেন, যশই তার সন্তানের বাবা। নানা ছলে গণমাধ্যমে সে কথা বুঝিয়েছেন তিনি।
এবার জানা গেলো, ছেলে ঈশানের জন্ম সার্টিফিকেট নিতে কলকাতা পৌরসভায় একসঙ্গে হাজির হয়েছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। শনিবার বিকেলে হঠাৎ কলকাতা পৌরসভায় দু'জনকে দেখা যায়।
কলকাতার একাধিক সংবাদমাধ্যম জানায়, তাদেরকে কলকাতা পৌরসভার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায় চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। সেখানে ছেলে ঈশানের জন্ম সার্টিফিকেট নেন তারা।
এদিকে নুসরাত-যশ আসার খবরে পৌরসভায় হুড়োহুড়ি লেগে যায়। নিরাপত্তারক্ষী ও কলকাতা পুলিশের তৎপরতায় দু'জন সুব্রত রায় চৌধুরীর ঘরে ঢোকেন।
পৌরসভা থেকে বেরিয়ে যাওয়ার আগে দু'জনই প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা কেউ মুখ খোলেননি।
- বিষয় :
- নুসরাত জাহান
- যশ দাশগুপ্ত
- কলকাতা পৌরসভা