ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

বাপ্পি-মিতুর দ্বিতীয় ছবি, প্রথম শুটিং

বাপ্পি-মিতুর দ্বিতীয় ছবি, প্রথম শুটিং

জাহারা মিতু ও বাপ্পি চৌধুরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০৪:৫০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০৫:০১

‘যন্ত্রণা’ নামে একটি ছবিতে প্রথমবার জুটি হয়েছিলেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। তবে মিতুকে ছাড়াই ছবিটির ৩০ ভাগ শুটিংও সম্পন্ন হয়। কথা ছিলো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রথমবার 'যন্ত্রণা' দিয়ে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন নতুন এই জুটি। কিন্তু তা আর হয়নি। প্রথম ছবির আগেই দ্বিতীয় ছবির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা। 

মাস খানেক আগে যন্ত্রণার পর 'জয় বাংলা' ছবিতে চু্ক্তিবদ্ধ হওয়ার খবর বাপ্পি-মিতুর। আজ থেকে এফডিসিতে শুরু হয়েছে ছবিটির শুটিং। বাপ্পি জানালেন, সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুবাইলে সিনেমাটির শুটিং হবে।

‘জয় বাংলা’ সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা। লেখক, শিক্ষক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ।

বাপ্পী অভিনীত ত্রিশটির বেশি সিনেমা মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের মতো নির্মাতার নির্দেশনায় কাজ করতে করছেন। বাপ্পি বলেন, ক্যারিয়ারে যে কটা ভালো সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে কাজী হায়াত আঙ্কেলের ‘জয় বাংলা’ সিনেমাটি করার সিদ্ধান্ত নেয়া। তাছাড়া মুনতাসির মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি এটাও অন্যতম পাওয়া। বাঙালির কাছে অতিপরিচিত স্লোগান ‘জয় বাংলা’। এখন থেকে মনে করবো ‘জয় বাংলা’ মানেই আমার সিনেমা।

ছবিটির গল্প ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ১৯৭১ সালের বিজয় নিয়ে। ওই সময়ে রাজনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিভিন্ন দিক পর্দায় তুলে ধরা হচ্ছে ছবিটিতে। এতে একজন কলেজছাত্রীর চরিত্রে অভিনয় করছেন মিতু। 

মিতু বলেন, 'মামুন স্যারের উপন্যাসটি ২০১১ সালে কলেজে পড়াকালীন পড়েছিলাম। তাই আগেই কিছুটা ধারণা ছিল। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাৎ। চরিত্রের জন্য আমাকে সেই সময়ে ফিরে যেতে হচ্ছে। এজন্য চিত্রনাট্যের পাশাপাশি মানসিক বিষয়েও প্রস্তুতি নিতে হয়েছে। ওজনও কমাতে হয়েছে। অবশেষে আজ শুটিংয়ে অংশ নিয়েছি।'

‘টুঙ্গিপাড়া’ চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিটু শিকদার।

আরও পড়ুন

×