যোগী-মোদির সমর্থক স্ত্রীকে তালাক দিলেন স্বামী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২২ | ০৯:৫৩ | আপডেট: ৩০ জুলাই ২০২২ | ০৯:৫৩
যোগীর রাজ্যে মোদীকে সমর্থন, আর তাতেই স্ত্রীকে তালাক দিলেন স্বামী! ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ এলাকায়। প্রায় চার মাসের পুরাতন ঘটনাটি সম্প্রতি পুলিশ সামনে নিয়ে এসেছে।
পুলিশ সুপার অখিলেশ ভাদোরিয়া জানান, গত ৩ মার্চ সানা ইরাম নামে এক নারী মোরাদাবাদ পুলিশ সুপার কার্যালয়ে তার স্বামী মোহাম্মদ নাদিম এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সমর্থন করার কারণে তার স্বামী এবং স্বামীর পরিবারের সদস্যুরা বরাবরই তাকে হেনস্তা করতেন। তাকে শারীরিক নির্যাতনও করেন তারা। শেষমেষ এ কারণেই তালাকের শিকার হতে হয় তাকে।
এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে সম্প্রতি। পরিবারের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের পরই নাদিমের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। ইতোমধ্যে স্থানীয় পুলিশকর্মীদের গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
সানা জানিয়েছেন, তিন তালাক বন্ধসহ মুসলিম নারীদের অধিকারের বিষয়ে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ সদর্থক ভূমিকা নেওয়ায় তাদের কার্যত অন্ধ ভক্ত ছিলেন সানা। কিন্তু এই বিষয়ে যে তার দাম্পত্য জীবনে প্রভাব পড়বে, তা তিনি ভাবতে পারেননি। ২০১৯ সালে নাদিমের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই এই যোগী-মোদিকে সমর্থনের কারণে বারবার শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে তাকে। শেষমেষ তালাক।
এমন ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সানা ইরাম।