ভিয়েতনামে ‘বার্বি সিনেমা’ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৩ | ১২:০৩ | আপডেট: ০৩ জুলাই ২০২৩ | ১২:৫৯
মুক্তির অপেক্ষায় থাকা বার্বি সিনেমা নিষিদ্ধ করেছে ভিয়েতনাম। একটি দৃশ্যে প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকে চীনের ভূখণ্ড হিসেবে দেখানোর কারণে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। খবর- বিবিসি
বিখ্যাত বার্বি ডল নিয়ে নির্মিত সিনেমাটি আগামী ২১ জুলাই মুক্তি পাবে। ভিয়েতনামের একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন, ছবিতে দক্ষিণ চীন সাগরের নাইন-ড্যাশ লাইনকে চীনা মানচিত্রে তার অঞ্চল হিসেবে দেখানো হয়েছে।
বেইজিং বছরের পর বছর ধরে এই অঞ্চলে কৃত্রিম দ্বীপগুলোতে সামরিক ঘাঁটি গড়ছে। প্রায়ই সেখানে নৌ-টহল দিয়ে থাকে এবং এ অঞ্চলকে নিজের বলে দাবি করে।
২০১৬ সালে হেগের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরে চীনা দাবির বিরুদ্ধে রায় দেয়। তখন বেইজিং ওই রায় মেনে নিয়েছিল। দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের দাবি ও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
/এইচকে/
- বিষয় :
- চীন
- ভিয়েতনাম
- দক্ষিণ চীন সাগর
- নিষিদ্ধ সিনেমা