ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

সোনিয়া গান্ধী। ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫৬ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫৬

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। আজ রোববার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

হাসপাতাল থেকে জানানো হয়, সোনিয়া গান্ধী বুকে সংক্রমণের কথা বলছিলেন। তাকে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত জানুয়ারি ও মার্চে শ্বসনতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিক। 

আরও পড়ুন

×