- আন্তর্জাতিক
- করোনায় আক্রান্ত হয়ে হংকংয়ে একজনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে হংকংয়ে একজনের মৃত্যু

চীনের বাইরে ফিলিপাইনের পর এবার হংকংয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
মৃত ওই ব্যক্তি জানুয়ারিতে চীনের হুবেই প্রদেশের উহানে ঘুরতে গিয়েছিলেন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে চীনের বাইরে দুইজনের মৃত্যু হলো।
উহানকেই নতুন ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার উৎসস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ফিলিপাইনে। রোববার ৪৪ বছর বয়সী চীনা ওই ব্যক্তি উহান থেকে হংকং হয়ে ফিলিপাইনে যাওয়ার পর রোগে ভুগে সেখানেই মারা যান।
এ পর্যন্ত করোনাভাইরাসে ১৫ জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে হংকং। খবর আল জাজিরার
চীনে সোমবার দিন শেষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এরইমধ্যে ২০ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে সর্বশেষ একদিনে ৩ হাজার জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
চীনের বাইরে অন্তত ২৫টি দেশ ও অঞ্চলে অন্তত ১৫১ জনের দেহে এই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
এদিকে চীনের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধসহ পাঁচটি দাবিতে ধর্মঘট করছে হংকংয়ের চিকিৎসা কর্মীদের একটি অংশ।
সোমাবার হংকংয়ের কর্তৃপক্ষ চীনের মূল ভূখণ্ডের সীমান্তের আরও চারটি ক্রসিং বন্ধ করে দেয়। এখন শুধু হংকং আন্তর্জাতিক বিমানবন্দর, ম্যাকাও ও চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের সঙ্গে সংযুক্ত সেতুটি এবং শেনঝেন বে পোর্ট খোলা রয়েছে।
মন্তব্য করুন