গাজায় হামলা-অবরোধ ‘যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৭:২৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৭:২৫
গাজা উপত্যকায় হামলা ও অবরোধ আরোপ করে ইসরায়েল যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। খবর: রয়টার্স
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার তুর্ক বলেন, হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান হামলা, গাজা উপত্যকায় আবাসিক এবং স্কুল ভবনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল।
শুধু তাই নয়, গাজায় বেসামরিক নাগরিকদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজেয়াপ্ত করে তাদের জীবন বিপন্ন করছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলারও সমালোচনা করেছেন ভল্কার তুর্ক। তিনি ইসরায়েলি নাগরিকদের নিহত ঘটনাকে ‘গণহত্যা’ দাবি করে নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, ইসারয়েলি নাগরিকদের অপহরণ করাও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।