ইসরায়েল-ইউক্রেনকে আরও ১১ হাজার কোটি দিতে চান বাইডেন
সিনেটে বিল উত্থাপন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:১১
গাজায় অনবরত হামলা ও হাজার হাজার প্রাণহানির মধ্যে মিত্র ইসরায়েলকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ১১৮ বিলিয়ন ডলারের একটি নতুন বিল উত্থাপন করেছেন ডেমোক্র্যাটরা। এই অর্থ সহায়তার বেশির ভাগ যাবে ইউক্রেন ও ইসরায়েলে। খবর আলজাজিরার।
এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে দ্রুত আইনটি পাস করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। ডেমোক্র্যাটদের এই প্রস্তাবের সঙ্গে উদারপন্থি রিপাবলিকান কিছু নেতা একমত হলেও রক্ষণশীল রিপাবলিকানরা বিরোধিতা করছেন। এই সহায়তা না দিয়ে বরং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।
রোববার ঘোষিত নতুন বিলে ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলার সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া ইসরায়েলকে ১৪ হাজার কোটি ডলার, লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে প্রায় আড়াই হাজার কোটি এবং এশিয়ার অংশীদারদের সহায়তায় ৪৮ হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এদিকে নতুন বিল অনুযায়ী, মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের আবেদনের পরিমাণের মাত্রা ছাড়িয়ে বেশি হলে প্রেসিডেন্ট যে কোনো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে পারবেন। মার্কিন রাজনীতিতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অন্যতম একটি বিতর্কিত ইস্যু। এ নিয়ে দু’ভাগে বিভক্ত ক্ষমতাসীন ও বিরোধীরা। প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসায় এই বিতর্ক আরও বেড়েছে।
- বিষয় :
- জো বাইডেন