ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আত্মঘাতী বোমা হামলায় নিহত তালেবান মন্ত্রী হাক্কানি

আত্মঘাতী বোমা হামলায় নিহত তালেবান মন্ত্রী হাক্কানি

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:০৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:৪৪

আফগানিস্তানের কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী হাজি খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সূত্র বলেছে, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারী গতকাল নিজেকে অতিথি পরিচয় দিয়ে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। খলিল হাক্কানি দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর করার সময় বোমা বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী।

তালেবানের দাবি, ইসলামিক স্টেটসের (আইএস) সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আইএস কিংবা অন্য কোনো সংগঠন এ হামলার দায় নেয়নি।

২০২১ সালে যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আফগানিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এর পর থেকে দেশটিতে তালেবান সরকারের অধীন নিরাপত্তাব্যবস্থার উন্নতি হয়েছে। এর আগে দেশটিতে প্রতিবছরই কয়েক ডজন বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটত।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন।

আরও পড়ুন

×