পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো তাজমহল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২১ | ১০:২২
ভারতের ঐতিহ্যবাহী তাজমহলসহ সব মিনার, স্মৃতিসৌধ ও জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে দর্শনার্থীরা এসব স্থাপনা দেখতে যেতে পারবেন। তবে এগুলোতে প্রবেশের জন্য টিকিট করতে হবে অনলাইনে। তাজমহলের দর্শকসংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। একসঙ্গে কেবল ৬৫০ দর্শক ঢুকতে পারবেন সেখানে। খবর টাইমসের।
এক প্রতিবেদনে বলা হয়, স্থাপনাগুলো আবার খুলে দেওয়া সংক্রান্ত একটি আদেশে সই করেছেন ভারতের ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। তাজমহল, লালকেল্লা, অজান্তা গুহাসহ ভারত সরকার কর্তৃক সুরক্ষিত সব স্মৃতিসৌধ এবং জাদুঘর করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন বন্ধ ছিল।
এ ব্যাপারে ভারতের প্রত্মতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দর্শনার্থীরা তাজমহলের ভেতরে কোনো কিছু স্পর্শ করতে পারবেন না। এ ছাড়া প্রবেশের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে।
এএসআইর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাজমহলের পুরো এলাকা দিনে তিনবার জীবাণুমুক্ত করা হবে। এ ছাড়াও দর্শনার্থীদের সবসময় মাস্ক পরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।
- বিষয় :
- তাজমহল
- দর্শনার্থী