ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

প্রেম সন্দেহে স্ত্রীকে ​৩ মাস ধরে শেকলে বেঁধে রাখেন স্বামী

প্রেম সন্দেহে স্ত্রীকে ​৩ মাস ধরে শেকলে বেঁধে রাখেন স্বামী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০৯:৩০ | আপডেট: ০১ জুলাই ২০২১ | ১০:৪০

অন্য পুরুষের সঙ্গে প্রেম করেন সন্দেহে স্ত্রীকে ​৩ মাস ধরে শেকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলার এ ঘটনায় ওই নারীর স্বামী পলাতক রয়েছেন

পুলিশ জানায়, প্রতাপগড়ের লালগড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই নারীকে তার স্বামী চলতি বছরের হোলির পর থেকে শেকল দিয়ে বেঁধে রেখেছেন- এমন খবর পাওয়া পর ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়।

৪০ বছর বয়সী ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, তার বাবার বাড়ি পার্শ্ববর্তী হিংলাটে। প্রায়ই সেখানে তার বৃদ্ধা মাকে সাহায্য করতে যান তিনি। কিন্তু তার স্বামীর সন্দেহ, মায়ের কাছে যাওয়ার নাম করে অন্য কারোর সঙ্গে দেখা করতে যান তিনি। তাই প্রেম করছেন সন্দেহে তাকে মারধর করেন তার স্বামী। এরপর বাড়িতে নিয়ে এসে পায়ের সঙ্গে শেকল বেঁধে তাকে ঘরবন্দি করে রাখা হয়।

আরও পড়ুন

×