গণভবন
ফাইল ছবি
আবদুল মান্নান
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২৩:৪০
আমাদের যে ‘গণভবন’ রয়েছে, এটি পাকিস্তান আমলে মাস্টারপ্ল্যানের অংশ; পার্লামেন্ট ভবনের সঙ্গে ‘গণভবন’। একজন প্রধানমন্ত্রী পলায়ন করেছেন– তার মানে, ভবনটি অপরাধ করেনি। জনগণ যে দলকে নির্বাচন করবে সেই দলের প্রধানমন্ত্রী ভবনটিতে থাকবেন। ‘গণভবন’ শেখ হাসিনার নিজস্ব বা ব্যক্তিগত সম্পদ নয়। এ সম্পদ দেশের জনগণের। বাংলাদেশে যেখানে একটি বড় জাতীয় জাদুঘর আছে, সেখানে নতুন করে আরও একটি জাদুঘর বানানো হচ্ছে কেন? জাতীয় জাদুঘরে ২০২৪ সালের শহীদ ভাইদের নাম কেন রাখা যাবে না? এটি একটি বিশাল ষড়ষন্ত্র মনে করি। এর সঙ্গে ১৯৭১ সালে দেশ যে স্বাধীন হয়েছে, সেই মুক্তিযুদ্ধকে অপমান করার সম্পর্ক থাকতে পারে। আমি মনে করি, একই জাদুঘরে ১৯৭১ ও ২০২৪ সালের শহীদ ভাইদের রাখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। গণভবন বিশাল জায়গা এবং পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী সেখানেই থাকবেন। যেহেতু এটি সংরক্ষিত, মাস্টারপ্ল্যানের অংশ, সেহেতু একে জাদুঘর না বানিয়ে সেভাবেই রাখা হোক।
আবদুল মান্নান: বীর মুক্তিযোদ্ধা
- বিষয় :
- গণভবন