ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ঘরোয়া স্ক্রাবে

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ঘরোয়া স্ক্রাবে

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩ | ১১:০৬ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ১৭:০৬

অনেকেই নারীই মুখের অবাঞ্জিত রোম বা ফেসিয়াল হেয়ার নিয়ে বিড়ম্বনায় পড়েন। স্বাভাবিক সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়ায় এই ধরনের লোম। মেকআপ করলেও তা ঢাকা পড়ে না। অনেকেই অবাঞ্ছিত লোম থেকে মুক্তির জন্য নানা পদ্ধতি অবলম্বন করেন। কেউ থ্রেডিং করান, আবার কেউ ওয়্যাক্স। এই দু'টি পদ্ধতিই ত্বকের জন্য বেশ কষ্টকর। অনেকেই হয়তো জানেন না, রান্নাঘরের কয়েকটি উপাদান দিয়ে ঘরে বসেই মুখের রোম তুলে ফেলা সম্ভব। মুখের অবাঞ্ছিত লোম থেকে সহজেই মুক্তি পেতে স্ক্রাবিং করতে পারেন। সপ্তাহে অন্তত দুই বার এই স্ক্রাব মাখতে পারলে ধীরে ধীরে রোমের ঘনত্ব কমে আসবে। এর পাশাপাশি ত্বকের মরা চামড়া সরে গিয়ে ত্বকে উজ্জ্বলতা ফেরাবে এই স্ক্রাব।  

আয়ুর্বেদিক স্ক্রাবের উপকরণ : ২ টেবিল চামচ বেসন, সামান্য হলুদ গুঁড়ো, ফ্রেশ ক্রিম পরিমাণমতো, কয়েক ফোঁটা আমন্ড বা অলিভ অয়েল।

স্ক্রাব তৈরির পদ্ধতি : একটা ছোটো বাটিতে সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিন। ঘন মিশ্রণ তৈরি করুন। প্রথমে ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। তারপর মুখে লাগিয়ে নিন এই ফেস স্ক্রাব। 

কী ভাবে লাগাবেন ফেস স্ক্রাব?
যদি ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে চান, সে ক্ষেত্রে মুখে প্যাক লাগানোর কিছুক্ষণ পরেই, দুই হাত পানিতে ভিজিয়ে নিয়ে আলতো করে মুখে ম্যাসাজ করতে থাকুন। আর যদি মুখের রোম তুলতে হয়, তাহলে মুখে এই ফেস স্ক্রাব লাগিয়ে পুরোপুরি শুকাতে দিন। তার পর হাত দিয়ে বা সুতির শুকনো কাপড় দিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে ফেলুন। ত্বকে ঘষার সময়ে খেয়াল রাখবেন, তা যেন রোমের উল্টো অভিমুখে হয়। সপ্তাহে দু'বার এই স্ক্রাব ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন

×