ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সানস্ক্রিন মেখেও রোদে পোড়া দাগ যাচ্ছে না? 

সানস্ক্রিন মেখেও রোদে পোড়া দাগ যাচ্ছে না? 

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ১৭:১৯ | আপডেট: ২৫ জুন ২০২৪ | ১৭:৩২

রোদে বেরোনোর আগে অনেকেই ত্বকে সানস্ক্রিন লাগিয়ে বের হন। তারপরও ত্বক রোদে পুড়ে কালচে হয়ে যায় । কারও কারও আবার গরমে ত্বকে র‌্যাশ হওয়া, তেলের পরিমাণ বে়ড়ে এসব সমস্যাও দেখা দেয়। হতাশ হয়ে কেউ কেউ ত্বকে সানস্ক্রিন মাখা বন্ধ করে দেন। রোদে পোড়া দাগ দূর করতে দারুন সমাধান অ্যালোভেরা বা ঘৃতকুমারীর নির্যাস।  যে কোনও ধরনের ত্বকের জন্যই এই জেল দারুণ উপকারী। 

কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল 

১. ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টক দই আর ১ টেবিল চামচ অ্যালোভেরার রস ভালো করে মিশিয়ে নিয়ে একটি প্যাক বানান। রোদ থেকে ফিরে প্যাকটি মুখে মেখে নিন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালচে ভাব দূর হবে।

২. অ্যালো ভেরা পাতার নির্যাসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে তা বরফের ট্রে-তে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। বাইরে থেকে ফিরে মুখ, হাত পরিষ্কার করে মাখতে পারেন এই মিশ্রণ। এতে ত্বকের কালচে ভাব দূর হবে। 

৩. দুধের সর, ১ চিমটে হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ ওট্‌সের গুঁড়ো আর আধ চামচ মধু ভালো করে মিশিয়ে একটি ঘন প্যাক বানিয়ে নিন। সপ্তাহে দু’বার করে এই প্যাকটি ব্যবহার করলে রোদে পোড়া ভাব দূর হবে। 

আরও পড়ুন

×