‘কেন পাব-লিক-এর টয়লেট’ বন্ধ করতে চায়?
ছবি: সৌজন্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১৩:৩২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ | ১৪:০৮
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাবা খান, বাপকা বেটা, কিটো ভাই, থটস অব শামস ‘পাব-লিক-এর টয়লেট’ বন্ধ করার কথা বলছেন। তাদের প্রত্যেকেই বিষয়টি নিয়ে উঠেপড়ে লেগেছেন বলে জানা গেছে। তবে প্রশ্ন উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এসব ব্যক্তিরা হঠাৎ ‘পাব-লিক-এর টয়লেট’ বন্ধ করার কথা বলছেন কেন?
তাছাড়া টয়লেট বন্ধ হয়ে গেলে পথিমধ্যে প্রকৃতির ডাক সারতে সাধারণ মানুষ কোথায় যাবেন? ঢাকা শহরে নানা জায়গায় কিছু পাবলিক টয়লেট রয়েছে। তবে রাবা খান, বাপকা বেটা, কিটো ভাই, থটস অব শামসরা বলছেন ‘‘পাব-লিক-এর টয়লেট’’। দুটো কি একই? নাকি আলাদা? অনেক প্রশ্ন তৈরি হচ্ছে তাদের এই পোস্টগুলোতে।
- বিষয় :
- পাবলিক টয়লেট