সরকারের গাফিলতিতে জাতীয় গ্রিডে বিপর্যয়: গণতন্ত্র মঞ্চ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ১২:৩২ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ১২:৩২
দেশের বেশিরভাগ এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ বিভ্রাটের জন্য জাতীয় গ্রিডের সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারে সরকারের গাফিলতিকে দায়ী করেছে সাতদলীয় জোট- গণতন্ত্র মঞ্চ।
বুধবার এক বিবৃতিতে জোট নেতারা এই গাফিলতি ও অব্যবস্থাপনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
গণতন্ত্র মঞ্চের অভিযোগ, বিইআরসির গণশুনানিসহ বিভিন্ন সময়ে বিশেষজ্ঞরা জাতীয় গ্রিডের বিভিন্ন সঞ্চালন ব্যবস্থার ত্রুটি মেরামতে পদক্ষেপ ও বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সক্ষমতার সমন্বয়ের পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার সেদিকে নজর না দিয়ে বারবার বিদ্যুতের দাম বাড়ানোয় মনোযোগী থেকেছে। জাতীয় গ্রিডের সংস্কারকাজ ফেলে রেখে গোটা ব্যবস্থাপনাকে অনিরাপদ করে ফেলেছে।সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণেই দেশের বিদ্যুৎ খাতে অরাজকতা দেখা দিয়েছে। দেশ আজ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।