ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

২ আসনে উপনির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় সাজু, লক্ষ্মীপুরে পিঙ্কু আ’লীগের প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় সাজু, লক্ষ্মীপুরে পিঙ্কু আ’লীগের প্রার্থী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৫:৫৪ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৫:৫৪

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে শাহজাহান আলম সাজু এবং লক্ষ্মীপুর-৩ আসনে গোলাম ফারুক পিঙ্কু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় এই দুই আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তারা। 

রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এই দুই প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে গণভবন প্রাঙ্গণে ব্রিফিংয়ে দলীয় সিদ্ধান্ত তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১৬ জন এবং লক্ষ্মীপুর-৩ আসনে ১৪ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং একই দিন লক্ষ্মীপুর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের মৃত্যু হলে আসন দুটি শূন্য হয়।

আগামী ৫ নভেম্বর আসন দুটিতে ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে। 

আরও পড়ুন