৭ দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১১:১৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১১:১৯
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার সকাল ১০টার দিকে শিবির সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়। এরপর ইত্তেফাক মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
মিছিলোত্তর সমাবেশে শিবির সভাপতি অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
বিক্ষোভ মিছিলে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়।