ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ওবায়দুল কাদের

বিএনপির কর্মসূচিতে সরকার চাপ অনুভব করছে না

বিএনপির কর্মসূচিতে সরকার চাপ অনুভব করছে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৭:৪৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৯:১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মসূচি আর বিদেশিদের তৎপরতায় সরকার কোনো চাপ অনুভব করছে না। বৃহস্পতিবার সকালে বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করে যেন জনগণের জানমালের ক্ষতি না করতে পারে সেজন্য আওয়ামী লীগও অব্যাহত কর্মসূচি দেয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 

বিএনপির প্রতিরোধ বা প্রতিশোধ হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। 

তিনি বলেন, তারা ৭১ -এ পরাজিত হয়ে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ধংস করার চেষ্টা করছে।

বিএনপি শান্তি সমাবেশে হামলা করলে পাল্টা হামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আগ বাড়িয়ে বিএনপির সমাবেশে কোনো হামলা করবে না।

আরও পড়ুন

×