ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না: ড. মঈন খান

জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না: ড. মঈন খান

পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্যকালে ড. আব্দুল মঈন খান। ছবি-সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না।

রোববার বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়াম আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আমির হোসাইন গাজী।  

ড. মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতো কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, কলেজের প্রভাষক শহিদুল হক সুমন প্রমুখ। 

এ সময় কলেজের শিক্ষার্থীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন।

আরও পড়ুন

×