ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বহিষ্কৃতদের ফিরিয়ে আনছে বিএনপি

বহিষ্কৃতদের ফিরিয়ে আনছে বিএনপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৯:০৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ | ০৪:১৭

বিগত দিনে বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কৃতদের ফিরিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে গত বছরের ১২ অক্টোবর ঢাকা মহানগর উত্তর বিএনপির বহিস্কৃত ১২ জন নেতাও রয়েছেন। 

বহিষ্কৃতদের বিষয়ে মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা জানান, তারা এখন আন্দোলনমুখী। এ সময় তাদের মধ্যে ঐক্যের প্রয়োজন। নানা কারণে দলের ত্যাগী অনেক নেতাকে বহিস্কার করা হয়েছে। এতে দলের ক্ষতি হয়েছে। এবার তারা সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, বিএনপি মহানগর উত্তর-দক্ষিণসহ সারা বাংলাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করার জন্য ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে সকলকে জিয়া পরিবারের সদস্য হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই লক্ষ্য নিয়েই তারা কাজ শুরু করেছেন।

আরও পড়ুন

×