ক্যানসারে ভুগছেন আবৃত্তিশিল্পী শিহির, সহযোগিতা কাম্য

আসলাম শিহির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১০:৪৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১০:৫১
আবৃত্তিশিল্পী, অভিনেতা ও উপস্থাপক আসলাম শিহির ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সুস্থতার জন্য দরকার উন্নত চিকিৎসা, আর এর জন্য লাগবে ৫০ লাখ টাকারও বেশি।
পারিবারিক সূত্রে জানা যায়, আসলাম শিহির গত কয়েক মাস ধরে থাইরয়েড রোগে ভুগছেন। থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার কারণে তিনি তীব্র ব্যথা অনুভব করছিলেন। পরে গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। সেখানে নানান পরীক্ষানিরীক্ষার পরে চিকিৎসকরা তার অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে দুর্ভাগ্যবশত অপারেশন সফল হয়নি।
এরপর বায়োপসি ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার থাইরয়েড ক্যানসার (এ্যানা প্লাস্টিক ক্যানসার) হয়েছে। এর চিকিৎসা খরচ অত্যন্ত ব্যয়বহুল এবং আমাদের দেশে সম্ভব না। চিকিৎসকরা ধারণা দিয়েছেন, এ জন্য ৫০ লাখ টাকার বেশি খরচ হতে পারে।
আসলাম শিহির বর্তমানে বিএসএমএমইউ-র ইএনটি বিভাগে প্রফেসর বেলায়েত সিদ্দিকীর তত্ত্বাবধানে রয়েছেন। এই আবৃত্তিশিল্পী ও তার পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব নয়।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য মেহেরপুরের আসলাম হোসেন শিহির। তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। পরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুইবার সাংস্কৃতিক সম্পাদক হন। এর আগে আসলাম হোসেন শিহির মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে-মেয়ে দুজনেই স্কুলপড়ুয়া।
আসলাম শিহির সকলের দোয়া সহযোগিতা কামনা করেছেন। সহায়তার জন্য তার সঙ্গে যোগাযোগ করা যাবে +৮৮০ ১৭২০ ০৬৬৯৯৭ নম্বরে।
- বিষয় :
- ক্যানসার
- আসলাম শিহির
- চিকিৎসা
- সহায়তা
- চিকিৎসা সহায়তা