পৌর বোর্ড আইনের বিচারিক ক্ষমতার আর্থিক এখতিয়ার ১০ লাখ টাকা করার দাবি
দেশের পৌর এলাকায় বিরোধ মীমাংসা-সংশ্লিষ্ট ২০০৪ সালের আইনটি সংস্কার করে তাতে বিচারিক ক্ষমতার আর্থিক এখতিয়ার ২৫ হাজার থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি, স্থানীয় সরকার ও আইন বিশেষজ্ঞ এবং আইনটির সুবিধাভোগীরা। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল সভাকক্ষে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব), নাগরিক প্ল্যাটফর্ম ও সমকাল যৌথভাবে এর আয়োজন করে। এর সমর্থনে ছিল দ্য এশিয়া ফাউন্ডেশন
আপডেটঃ ০৫ মে ২০২৪ | ২৩:৫৫