আইপিএলে ছেলের অভিষেকে আবেগঘন বার্তা শচীনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ০৪:৪৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ০৫:১৭
অর্জুন টেন্ডুলকারের আইপিএল অভিষেকের মধ্য দিয়ে একটি নতুন ঘটনারও জন্ম হয়েছে। বাবার পর ছেলের আইপিএল খেলার ঘটনা এর আগে ঘটেনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যাপ পান তিনি, যে দলে খেলেছেন তার বাবাও। টুর্নামেন্টে প্রথম বাবা-ছেলে হিসেবে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কীর্তি গড়লেন দুজন।
যদিও অনেকেই মনে করতে পারেন, শচীনের ছেলে বলেই সুযোগ পেয়েছেন অর্জুন। কিন্তু মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে ২০২১ সালে অর্জুনকে দলে নেওয়ার পরই বলেছেন, নিজের স্কিলের জন্যই তাকে কিনেছে মুম্বাই।
প্রথম দুই মৌসুমে সুযোগ না পাওয়া অর্জুন নিজের আইপিএল অভিষেকেই বাজিমাত করলেন। প্রথম ওভারে মাত্র ৪ রান দিলেও দ্বিতীয় ওভারে দেন ১৩ রান। এরপর তাকে আর বোলিং দেননি মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব।
আইপিএলে প্রথম হলেও এর আগে ভারতের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলেছেন বাঁহাতি পেসার অর্জুন। মুম্বাইয়ের হয়ে শুরু করলেও এখন খেলছেন গোয়ার হয়ে। গত ডিসেম্বরে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন অর্জুন। ১৯৮৮ সালে রঞ্জি ট্রফি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন শচীনও।
এদিকে ২০১৪ মৌসুম থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম মেন্টর হওয়ায় এদিন ডাগআউটেই ছিলেন ব্যাটিং গ্রেট শচীন। ম্যাচ শেষে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দেন তিনি। মুম্বাইয়ের সাবেক অধিনায়ক টুইটারে লিখেছেন, 'অর্জুন, একজন ক্রিকেটার হিসেবে পথচলায় তুমি আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ ফেললে। তোমার বাবা হিসেবে, যে তোমাকে ভালোবাসে এবং খেলার প্রতি যার অনেক ভালোবাসা, আমি জানি তুমি এই খেলাকে তার যোগ্যতর সম্মান দেবে এবং বিনিময়ে এই খেলাও তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। এখানে পৌঁছাতে তুমি অনেক কষ্ট করেছো এবং আমি নিশ্চিত তুমি সেটা করে যাবে। একটি সুন্দর সফরের শুরু এটা। শুভ কামনা।'