ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

তিনশ’ রান তাড়ার মানসিকতা থাকতে হবে: তাসকিন

তিনশ’ রান তাড়ার মানসিকতা থাকতে হবে: তাসকিন

ছবি: এএফপি

Advertisement
Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৮:৪৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৮:৪৩

বিশ্বকাপে সব দল দুটি করে ম্যাচও খেলতে পারেনি। এর মধ্যে বেশ কিছু রানের রেকর্ড হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৪২৮ রান করেছে। পাকিস্তান বিশ্বকাপের সর্বোচ্চ ৩৪৪ রান তাড়া করে জিতেছে। বিশ্বকাপে প্রথমবার এক ইনিংসে তিন সেঞ্চুরি হয়েছে। প্রথমবার এক ম্যাচে চা সেঞ্চুরি হয়েছে।

এমন আরও অনেক রেকর্ড এরই মধ্যে নতুন করে লেখা হয়ছে। যার অর্থ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে রান ফোয়ারা আরও ছুটবে। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তাই দলের ব্যাটারদের বড় রান তাড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে বলেছেন। 

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ডানহাতি পেসার বলেন, ‘যে ক’টা ম্যাচ দেখছি, বিশ্বকাপে প্রায় সব উইকেটে তিনশ’ রান হবে। উইকেট ব্যাটিং বান্ধব। আমাদের ব্যাটারদের ওই রান তাড়ার মানসিকতা থাকতে হবে। (ব্যাটিং-বোলিং) দুই সাইড থেকেই (বড় রানের জন্য) প্রস্তুত থাকতে হবে। তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে তিনশ’ রানের মধ্যে আটকানোর।’ 

বাংলাদেশ বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে। আসরের দশ দলের মধ্যে নেদারল্যান্ডস ম্যাচটা নিয়ে স্বস্তির জায়গা আছে। ভেন্যু-প্রতিপক্ষ মিলিয়ে বাকি ম্যাচগুলোতে কঠিন পরীক্ষা দিতে হবে। তাসকিনও তেমনটাই বলেছেন, ‘বিশ্বকাপের সব ম্যাচ কঠিন হবে। সহজ হবে না। একেক কন্ডিশনে একেকভাবে মানিয়ে নিতে হবে।’

আরও পড়ুন